আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5603

কাফফরা

প্রকাশকাল: 2 জুন 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার বাবা শারীরিক দুর্বলতার কারনে রোযা রাখতে পারেন না। এজন্য কি ফিদইয়া আদায় করতে হবে? হলে সঠিক নিয়ম কি? তাছাড়া তার রোযার পরিবর্তে কি তার সন্তানেরা রোযা করে দিতে পারবে? ইনশা আল্লাহ জানাবেন প্লিজ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি এমন অসুস্থ হয় যে, ভবিষ্যতে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তাহলে ফিদইয়া দিতে হবে। প্রতিটি রোজার বদলে একজনকে এক দিনের খাবার বা খাবারের মূল্য দিতে হবে। তার রোযার পরিবর্তে তার সন্তানেরা রোযা রেখে দিতে পারবে না। আর যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সুস্থ হওয়ার পর বাদ যাওয়ার রোজাগুলো কাযা করবে।