আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5596

বিবিধ

প্রকাশকাল: 26 মে 2021

প্রশ্ন

তারাবীর নামাজের পর সবার সাথে বিতর নামাজ পরতেই হবে এমন কোন বাধ্যবাধকতা আছে কি? আমি এ জন্য বললাম যে নবী কারীম (সা:) তো বিতর নামাজ তাহাজ্জুদদ নামাজের পর পড়তেন। আলহামদুলিল্লাহ্ আমি এ আমল টা করে আসছি। এখন বিতর নামাজ পড়তে একটু দ্বিধায় পড়ে যাই আমার কখন বিতর নামাজ পরব।

উত্তর

না, এমন কোন বাধ্যবাধ্যকতা নেই। আপনি পরে একা একা বিতর পড়তে পারবেন।