আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5593

যিকির দুআ আমল

প্রকাশকাল: 23 মে 2021

প্রশ্ন

আসসালমুআলাইকুম। ১। দুনিয়াবি জ্ঞান অর্জন করা এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ / নিষেধ প্রদান করেছেন কিনা? (দুনিয়াবি জ্ঞান বলতে আমি এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের পড়ালেখা বুঝাচ্ছি) ২। রিযিকের পেরেশানি, মানসিক অস্থিরতা দূর করার সুন্নত আমল জানতে চাই। ৩। সুন্নত পন্থায় প্রতিদিন চলার(ঘুম, খাওয়া, সকল কাজে) বই এর রেফারেন্স জানালে উপকৃত হতাম। আসসালমুআলাইকুম। জাযাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দুনিয়াবি জ্ঞান অর্জনে রাসূলুল্লাহ সা. নিষেধ করেন নি, উৎসাহও দেন নি। তবে কোন মুসলিম তার অর্জিত দুনিয়াবী জ্ঞান স্বচ্ছতার সাথে কাজে লাগালে আখেরাতে তার প্রতিদান পাবেন।ইসলামী জ্ঞান অর্জনের জন্য উৎসাহ দিয়েছেন। ২। আপনি একটি রাহে বেলায়াত বই সংগ্রহ করবেন, সেখানে প্রয়োজনীয় সব দুআ পাবেন। ৩।রাহে বেলায়াত বইটিই যথেষ্ট হবে ইনশাআল্লাহ।