আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5592

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 22 মে 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহি ওয়াবারাকাতুহ হুজুর। আমার স্বামী প্রবাসে থাকে। টাকা দিয়ে লটারি কেটে ১ লক্ষ টাকা পেয়েছে। আমি যতটুকু জানি টাকা দিয়ে লটারি টাকাটা হারাম। এখন আমি চাচ্ছি না, কিন্তু আমার স্বামী চাচ্ছে টাকা টা খরচ করতে। আমি কি সেই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করলে আমার স্বামী মাফ পাবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার স্বামীকে বলুন, ঐ টাকাটা না নিতে, বিনিময়ে আপনি তাকে ১ লাখ টাকা দিবেন। স্বামী খরচ করবে আর আপনি দান করলে সে দায়মুক্ত হবে, এমনটা না হওয়ার সম্ভাবনা বেশী।