আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5591

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 মে 2021

প্রশ্ন

প্রিয় শায়েখ, আমি ইতিকাফ এ, সমস্যা হল আমি একজন মাহজুর ব্যাক্তি বায়ুর ক্ষেত্রে, আমার ৫/১০/১৫/৩০ মিনিট পর পর শুধু বায়ু নিঃসৃত হয়। এতে আমার নামাজ, তিলাওয়াত, তারাবীহ, মসজিদর আদব রক্ষায় বিঘ্ন ঘটছে। ইসলাম তো সহজ জীবনব্যাবস্থা, ইসলামে কি বলা আছে?

উত্তর

বর্তমানে এসব রোগের ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। সুতরাং আপনার উচিৎ চিকিৎসা গ্রহন করা। দ্বিতীয়ত এমন রোগ যাদের আছে তারা প্রতি নামাযের ওয়াক্তের শুরুতে ওযু করে ঐ ওয়াক্তর ফরজ-সুন্নাত নামায এবং অন্যান্য ইবাদত আদায় করবে। নতুন ওয়াক্ত আসলে আবার নুতন করে ওযু করবে।