আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5585

বিবাহ-তালাক

প্রকাশকাল: 15 মে 2021

প্রশ্ন

হজুর আমার স্ত্রীকে আমার মা বকাবকি করার কারনে সে এখন বাসা ছেড়ে চলে গেছে। এখন আমি তাকে আনতে চাই কিন্তু আমার মা-বাবা বলে যে ওকে তালাক দিতে আর যদি আমি তাকে আনি তাহলে আমাকে বাসা ছেড়ে চলে যেতে এবং ওনাদের মরা মুখ ও যেন না দেখী..এবং আমার স্ত্রী চায়না তাদের সাথে এইভাবে ঝগড়া করে একসাথে থাকতে.? আমি এখন কি করব হুজুর কিছুই বোঝতেছিনা.ইসলাম এবং শরীয়ত মোতাবেক আমায় জানান..

উত্তর

এটা তো বাংলাদেশের স্বাভাবিক সমস্যা। বাব-মা বললেই স্ত্রীকে তালাক দেয়া যাবে না, আবার বাবা-মার সাথেও খারাপ ব্যবহার করা যাবে না। ইসলামী আইন মোতাবেক এই অবস্থায় স্ত্রীকে আলাদা বাড়িতে রাখবেন, যেখানে পিতা-মাতা থাকবে না, তারা আলাদা বাড়িতে থাকবে। এটা সবচেয়ে উত্তম পন্থা। যদি আলাদা বাড়িতে রাখা সম্ভব না হয় তাহলে একই বাড়িতে থাকলেও বাব-মার সাথে স্ত্রীকে সম্পূর্ণ পৃথক অবস্থায় রাখবেন। রাস্তা আলাদা হবে, রান্নাঘর-বাথরুম আলাদা হবে। যেন তাদের মধ্যে কোন ঝামেলা হওয়ার সম্ভাবনা না থাকে। আপনি ভাড়া বাড়িতেও স্ত্রীসহ থাকতে পারেন। আপনার বাব-মা যা বলেছে সেটা মূর্খতার কারনে বলেছে, এমন কথা বলা একদম ঠিক না। তারা পুত্রবধুর প্রতি সঠিক আচরণ করছে না। তাদের কাছে গ্রহনযোগ্য কোন ব্যক্তির মাধ্যমে মানুষের সাথে সুন্দর ব্যবহারের রীতিনীতি তাদের শেখানোর ব্যবস্থা করবেন।