ওয়া আলাইকুমুস সালাম। আপনি হয়তের জানেন স্যার ইন্তেকাল করেছেন। আমার দুআ আল্লাহ যেন তাঁকে জান্নতুল ফেরদাউস দান করেন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে স্যার রহ. বলতেন এগুলো জানা মানুষের জন্য কোন প্রয়োজন নেই। কারণ ্এগুলো আমলের সাথে সম্পৃক্ত নয়। স্যার আরো বলতেন, এইসব প্রশ্ন মনে নিয়ে আসে শয়তান। আমরা শুধু এতটুকু বলব,হাদীসে আছে,স্ত্রীরা স্বামীদের পাজরের হাড় থেকে তৈরী। আবু হুরায়রা সূত্রে ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
اسْتَوْصُوا بِالنِّسَاءِ فَإِنَّ الْمَرْأَةَ خُلِقَتْ مِنْ ضِلَعٍ وَإِنَّ أَعْوَجَ شَيْءٍ فِي الضِّلَعِ أَعْلَاهُ، فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ
তোমরা নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কারণ নারীকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, পাঁজরের মধ্যে উপরের হাড্ডি সবচেয়ে বেশী বাঁকা। যদি তা সোজা করতে চাও ভেঙ্গে ফেলবে, ছেড়ে দিলেও তার বক্রতা যাবে না। অতএব নারীদের ব্যাপারে কল্যাণকামী হও। সহীহ বুখারী, হাদীস নং ৩৩১; সহীহ মুসলিম হাদীস নং ৩৭২০। আর বাকী বিষয়গুলো আল্লাহর উপর ছেড়ে দেয়।