আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5559

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 19 এপ্রিল 2021

প্রশ্ন

আমার বোনের নাম মোসা. তানজিনা। সে জেনারেল লাইনে পড়ুয়া একজন ছাত্রী। জেনারেল লাইনে হওয়ার কারণে পর্দা মেইনটেইন করা ওর জন্যে কষ্টসাধ্য হয়ে যায়। কিছুদিন আগে ওদের বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বলা হয় বিদ্যালয়ের আইডি কার্ড তৈরি করার জন্যে কান দেখা যায় এমন দুই কপি ছবি জমা দিতে হবে। এখন ছবিটা জমা দেওয়া কতটা শরীয়ত সম্মত হবে? উত্তর জানালে খুবই উপকৃত হবো

উত্তর

পর্দা মেইনটেইন করা কস্টসাধ্য হলে সেখানে পড়াশোনা করা যাবে না, ছবিও দেয়া যাবে না। সেখানে ছবি সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে, করণ ঐ প্রতিষ্ঠানে পর্দা মানা হয় না । যেখানে পরিপূর্ণ পর্দার সাথে পড়াশোনা করা যায়, সেই সব প্রতিষ্ঠানে যদি নিরাপত্তার স্বার্থে আইডি কার্ড প্রয়োজন হয় বা কোন কারণে ছবির প্রয়োজন হয় তাহলে ছবি দেওয়া যেতে পারে, তবে সেই ছবি যেন সবার জন্য উন্মুক্ত না হয় সেটা নিশ্চিত করবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।