আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5558

বিবিধ

প্রকাশকাল: 18 এপ্রিল 2021

প্রশ্ন

কোন কারণ বসত এক জনের সন্তান যদি অন্য কোন ব্যক্তির কাছে পালিত হয় তাহলে ঐ সন্তান কি পালিত বাবার নামে পরিচিতি লাভ করতে পারবেন, আর সন্তান কি পালিত বাবার সম্পদের অধিকারি হবেন?

উত্তর

না, ঐ সন্তান পালিত বাবার নামে পরিচিতি লাভ করতে পারবেন না, আসল বাবার নামে পরিচিত হবেন। সব ক্ষেত্রে আসল পিতার নাম ব্যবহার করবেন।