আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5556

হালাল হারাম

প্রকাশকাল: 16 এপ্রিল 2021

প্রশ্ন

আচ্ছা এমন কোন প্রতিষ্ঠানে কি চাকরি করা যাবে যেইখানে মেয়েদেরকে বেপর্দা হতে সাহায্য করে? যেমন বড় বড় কাপড় এর শো রুম, ওইখান থেকে কাপড় কিনে মেয়েরা পরে, যা দিয়ে পর্দা হয় না। এখন প্রশ্ন হল যে আমি SalesMan পর্দা হয় না এমন কাপড় বেচে দিচ্ছি কোন ব্র্যান্ড বা প্রতিষ্ঠান এর হয়ে? আমার এই জব টা কি হালাল হবে?

উত্তর

কাপড় কেনা-বেচা হালাল। ক্রেতা কীভাবে ব্যবহার করে তার জন্য দোকানদার দায়ী নন। সুতরাং আপনি সেখানে চাকুরী করতে পারবেন।