আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5555

সালাত

প্রকাশকাল: 15 এপ্রিল 2021

প্রশ্ন

আস-সালামু আলাইকুম । হুজুর আজকাল অনেক মেয়েদের কে দেখা যায় রিক্সায় বসেই নামাজ আদাই করতেছে। এভাবে রিক্সায় বসে নামাজ আদায় করাটা ইসলামে কি বলে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রিক্সায় থেকে যদি রুকু সাজদাহ দেওয়া যায় তাহলে নামায আদায় হয়ে যাবে। আর যদি রুকু সাজদাহ এবং অন্যান্য আহকামগুলো আদায় না করা যায় তাহলে নামায আদায় হবে না।