আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5551

হালাল হারাম

প্রকাশকাল: 11 এপ্রিল 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। অনুগ্রহ করে আমার প্রশ্নটির উত্তর দিন। বর্তমানে অনেক পেশা রয়েছে যেগুলো হালাল। কিন্তু এই পেশায় কাজ করার জন্য এক ধরনের নির্দিষ্ট পোষাক পরিধান করতে হয়। অনেক সময় এই পোষাক প্রাণীর ছবি যুক্ত হয়। হালাল কাজের জন্য বাধ্যতামূলক এই পোষাক পরিধান করার জন্য কী হালাল উপার্জন হারাম হয়ে যাবে? তার পেশাটাই কি হারাম হয়ে যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, উপার্জন হারাম হবে না। তবে এমন কাজ উচিত যেখানে এই ধরণের কোন সমস্যাও থাকবে না।