আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5548

হালাল হারাম

প্রকাশকাল: 8 এপ্রিল 2021

প্রশ্ন

আলেম বা মুফতি হয়ে যদি কবরে সেজদা দেয়, মূর্তির জন্য বা জিনের জন্য পশু জবাই করে, মুসলিম ইমামের বিরুদ্ধে আহালে কিতাবিদেরকে যেকোনো প্রকার সাহায্য-সহযোগিতা করে, কুরআন-সুন্নাহর আয়াতকে অবজ্ঞা করে, খেল-তামাশা ও হাসিঠাট্টার পাত্র বানায়, এরূপ আলেম বা মুফতির ব্যাপারে শরঈ ফায়সালা কী? এরূপ ব্যক্তির পেছনে নামাজ পড়া, এদের দ্বারা জবাইকৃত পশু খাওয়া কি জায়েজ?

উত্তর

এই গুনগুলো যে মানুষের মধ্যে থাকে সে মুসলিম থাকে না। এগুলো এমন সব পাপ যা মুসলিমকে অমুসলিমে বা মুশরিকে পরিণত করে। সুতরাং এমন ব্যক্তির পেছনে নামায পড়া যাবে না, তার জবাই করা পশুও খাওয়া যাবে না। এক কথায় তাকে অমুসলিম মনে করতে হবে।