আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5539

হালাল হারাম

প্রকাশকাল: 30 মার্চ 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কোনো একজন শিক্ষার্থী কিছু টাকা কর্মচারীদের দিয়ে তার ক্লাসে উপস্থিতির হার স্বাভাবিকের চেয়ে কিছু বাড়িয়ে নেয় যাতে সামনের পরীক্ষায় বসতে এবং উপস্থিতি কম থাকার জন্য তার পরীক্ষায় ফেইল না হয়। এরপর সে যথাযথ নিয়ম মেনে লিখিত,ভাইভা সকল পরীক্ষায় নিজ যোগ্যতা অনুযায়ী দেয়। উল্লেখ্য, উপস্থিত তার স্বাভাবিক ভাবে যত ছিল সেটা থাকলেও তার পরীক্ষায় অংশগ্রহণে কোনো অসুবিধা হত না। এবং পরীক্ষায় মোট নম্বরে যত টা উপস্থিতির ওপর দেয়া হয় সেটা সবাইকে গড়পড়তা একই দেয়া হয়ে থাকে। ভাইভা পরীক্ষায় খারাপ পারফরম্যান্স হলে কখনো ফরমাটিভ হিসেবে উপস্থিতি কখনো দেখা হয় আর কখনো দেখা হয় না,এটা সম্পূর্ণ পরীক্ষকের ওপর নির্ভর করে। এই অবস্থায়, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যে সার্টিফিকেট সে পাবে সেটা দিয়ে কর্মক্ষেত্রে উপার্জিত অর্থ কি হালাল হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মিথ্যার জন্য গুনাহ হবে। তবে সেই সার্টিফিকেট দ্বারা উপার্জিত অর্থ হালাল হবে।