আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5530

নামায

প্রকাশকাল: 21 মার্চ 2021

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়ারহ মাতুল্লাহ। আমাদের মসজিদের সামনে অর্থাৎ ক্বিবলার দিকে একটি পাঁকা কবর রয়েছে (একই জমিতে)। কিন্তু কবর ও মসজিদের মাঝে আলাদা কোনো দেয়াল নেই। উক্ত মসজিদে সালাত আদায় কী বৈধ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, উক্ত মসজিদে সালাত আদায় বৈধ হবে, সেখানে সালাত আদায় করতে কোন সমস্যা নেই।