আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5522

হালাল হারাম

প্রকাশকাল: 13 মার্চ 2021

প্রশ্ন

সরকারি চাকুরিজীবিদের সাধারন ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং সিপিএফ এর সুদ গ্রহন করা হালাল হবে কিনা? উল্লেখ্য, সুদ গ্রহন করার সুযোগ আইনে রয়েছে। কোরআন ও সুন্নান আলোকে মতামত দানের জন্য বিনীত অনুরোধ করছি।

উত্তর

সরকার কর্তৃক বাধ্যতামূলকভাবে চাকরিজীবীদের বেতনের যে অংশ প্রভিডেন্ট ফান্ডে কেটে রাখা হয় তার উপর সুদের নামে অতিরিক্ত যা দেওয়া হয় তা চাকরিজীবীর জন্য গ্রহণ করা জায়েয আছে। এটাকে সুদ বলা হলেও শরীয়তের দৃষ্টিতে তা সুদ নয়। সুতরাং এখানে সুদ গ্রহণের গুনাহ হবে না। এই টাকার যাকাত দিতে হবে না। চাকুরী শেষে এই টাকা হাতে পাওয়ার পরেথেকে যাকাত দিতে হবে। আর প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক অংশের অতিরিক্ত আরো টাকা নিজ থেকে কাটানো জায়েয নেই। কেউ কাটালে এ টাকার উপর যা অতিরিক্ত দেওয়া হবে তা নাজায়েয ও সুদের অন্তর্ভুক্ত হবে।