আসসালামু আলাইকুম। শায়েখ আমি দীর্ঘদিন যাবত অনেক হতাশার মধ্যে আছি । আমার একজনের সাথে প্রেমের সম্পর্ক আছে। আমার বয়স ২২ আর ছেলের বয়স ২৯, ছেলে নামাজী। ইসলামিক ভাবে চলাতে চেষ্টা করে। আমাদের ইচ্ছা ছিল পারিবারিক ভাবে বিয়ে করা। একই ভাবে ছেলে তার পরিবারে এবং আমি আমার পরিবারে বিয়য়টা জানাই। কিন্তু ছেলের পরিবার আমার বাবার আচার ব্যবহার নিয়ে অসম্মতি জানায় বিয়েতে। মেয়ের পরিবার ছেলের মার মেজাজী হওয়ার কারনে অসম্মতি জানায়। আমাদের দুইজন কেই পরিবার অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা আমাদের মনকে মানাতে পারিনি অন্যত্র বিয়ে করতে। আমরা আত্নীয় সজন সবার মাধ্যমেও দুই পরিবারের মা বাবা দের বুঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা তাদের কথায় অটল। এদিকে আমরা কি করবো ভেবে না পেয়ে পালিয়ে বিয়ে করে ফেলি। কারন আমাদের অন্যত্র বিয়ে করা কোন ভাবেই মন মানাতে পারি নি আমরা। এখন আমরা যে বিয়ে করেছি সেটা এখনো কোন পরিবারি জানে না। এখন আমাদের বিয়েটা কি হবে? যদিও মেয়ের বাবার অসম্মতি একমাত্র ছেলের মা মেজাজী তাই। তা ছাড়া কোনো কারন নেই। এখন এই বিয়ে টা কি হবে?আমরা অনেক চেষ্টা করি পারিবারিক ভাবে করতে কিন্তু আমরা ব্যার্থ।