আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5511

বিবিধ

প্রকাশকাল: 2 মার্চ 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি ক্লাস ১০ এর পরবর্তী সময় নাস্তিক ছিলাম ইসলাম সম্পর্কে তত জ্ঞান ছিলনা তখন আল্লাহ্ও আমাদের রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ্ এখন আমাকে যথেষ্ট জ্ঞান এবং হেদায়েত দিয়েছেন এখন আমি পুরপুরি ভাবে ইসলামে ফিরত এসেছি। আমার প্রশ্ন হল আল্লাহ্কি আমাকে ক্ষমা করবেন কটূক্তি করার জন্য? আর আমি কিভাবে তওবা করলে আল্লাহ্আ মাকে কবুল করবেন? আমার জন্য এই প্রশ্নের উত্তরটা জানা অনেক জরুরি আমি আমার মনে মধ্যে শান্তি পাচ্ছিনা। যাযাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, পরিপূর্ণভাবে ইসলামে ফিরে আসার মাধ্যমে আশা করি আপনার আগের সব গুনাহ ক্ষমা হয়ে গেছে। আল্লাহ ও রাসূলকে কটুক্তি করা কুফরী, এটা করে সে আর মুসলিম থাকে না। এরপর নতুন করে ইসলামে ফিরে আসলে পূর্বের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুতরাং আপনার চিন্তা করার দরকার নেই, ইসলামের পথে ফিরে এসেছেন, এটাই এই অপরাধের তওবা। ভবিষ্যতে ইসলেমর পথে অটুট থাকুন, এটাই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা।