আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 551

বিবিধ

প্রকাশকাল: 3 আগস্ট 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম, স্যার, আমার একটা প্রশ্ন আছে । প্রশ্নটি নিম্ন রূপ আমি জুম্মার সালাত আদায় করার জন্য বাসা থেকে বের হয়ে মসজিদ গামী হয়েছি। এখন আমি একটি হিন্দু এলাকার মধ্য দিয়ে সেই মসজিদের দিকে রওনা হয়েছি। এখন পথিমধ্যে দেখি যে কিছু মানুষ রাস্তার পাশের একটি চাপকলে কিছু একটা করছে। তাদের মধ্যে একটি অল্পবয়সী ছেলে (১০-১৩ বছর) বালতিতে পানি তুলে গোসল করছে। এখন আমি বেশ দূর থেকে দেখছি যে, সে যখনি পানি মাথায় বা শরীরে ডালছে, তখনি কিছু পানি এসে রাস্তায় পড়ছে। এখন আমি যখন তাদের অতিক্রম করা শুরু করলাম তখনি আমার মনে হলো কিছু পানি ছিটে আমার গায়ে এসে পড়েছে। আমি স্বাভাবিক ভাবে হেটে মসজিদে যেয়ে সালাত আদায় করে আসলাম। কিন্তু সে ঘটনার পর থেকে আমার মনে সন্দেহ কাজ করছে যে, ওই পানি (ছিটে আসা পানি ) আমার কাপড়ে লেগে আমার কাপড়কে না পাক করে দিল কিনা? আর ওই অবস্থায় নামাজ আদায় করাতে, আমার নামাজ ঠিক ভাবে হলো কিনা? এখন স্যার, আমাকে এই বিষয় সম্পর্কে একটু জানাবেন। আল্লাহ হাফেজ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার নামায হয়ে গেছে। গোসলের পানি নাপাক নয়। গোসলের পানি দিয়ে অন্য কেউ অযু-গোসল করতে পারবে কিন তা নিয়ে বিতর্ক আছে। তবে গোসলের পানি কারো গায়ে বা কাপড়ে লাগলে কোন সমস্যা নেই। আপনি কোন চিন্তা করবেন না।