আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5508

বিবাহ-তালাক

প্রকাশকাল: 27 ফেব্রু. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জনাব আমার প্রশ্ন হল এক বোন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সাত থেকে আট বছর হবে। প্রথম বছরেই তার স্বামী তার স্ত্রীকে সন্তানসম্ভবা রেখে চলে গেলেন। বিগত 5-6 বছর যাবৎ তার স্বামী নিরুদ্দেশ। কোনভাবে জানা যায়নি সে জীবিত নাকি মৃত। এমত অবস্থায় এ বোন অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে। শরীয়তের দৃষ্টিতে এটা কতটুকু বৈধ হবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সে অনত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। তবে স্বামী নিরুদ্দেশ হওয়ার বিষয়ে আদালতে একটি মামলা করে আদালতের রায়ের মাধ্যমে নতুন করে বিবাহ করবে। অর্থাৎ আদালত তার স্বামীর বিষয়ে নিরুদ্দেশ হওয়ার ফয়সালা দিয়ে তাকে নতুন বিবাহের অনুমতি দেওয়ার পর নতুন করে বিবাহ করবে।