আমি অবিবাহিত মহিলা। বাবার কাছে থাকি। অনেক বছর ধরে টিউশনি করে কিছু টাকা জমিয়েছি। যার পরিমাণ প্রায় ৩লক্ষ টাকা। এর মধ্যে ১লক্ষ টাকা আবার আমার ভাইকে ধার দিয়েছি। এখন আমার প্রশ্ন হলো এই টাকা কি আমার সম্পত্তি বলে বিবেচিত হবে। এর কি যাকাত দিতে হবে। দিতে হলে কি পরিমান দিব। ভাইকে ধার দেওয়া টাকাটার ও কি যাকাত দিব।