আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5503

বিবিধ

প্রকাশকাল: 22 ফেব্রু. 2021

প্রশ্ন

যদি কোনো মসজিদ সিএমবির জমির উপর নির্মান করা হয়, যেটা মসজিদের মালিকানাধীন নয়। সেই মসজিদে সালাত আদায় করলে সালাত হবে কি?

উত্তর

জ্বী, সেই মসজিদে সালাত হবে। সালাত সহীহ হওয়ার জন্য মসজিদের নিজস্ব মালিকানাধীণ জমি আবশ্যক নয়।