আসসালামুয়ালাইকুম, বিষয়টা পরিষ্কার করবেন প্লিজ? একজন সাহাবী সম্পর্কে এটা মানতে কষ্ট হছে। সত্যায়ন প্রকাশন থেকে প্রকাশিতব্য ছোটদের আখলাক সিরিজ-এর দয়ালু হই খন্ড থেকে গল্পটি নেয়া হয়েছে। একদিন সাহাবি আবূ মাসঊদ (রা) তার খাদেমকে চাবুক দিয়ে মারছিলেন। খাদেম চিৎকার করে বলছিল, আল্লাহ! আমাকে বাঁচান! আবূ মাসঊদ তবু মেরেই চলছিলেন। হঠাৎ শুনতে পেলেন, কে যেন বলছে, আবূ মাসঊদ, জেনে রাখো পেছন ফিরলেন আবূ মাসঊদ। তাকিয়ে দেখলেন নবিজি দাঁড়িয়ে আছেন। নবিজিকে দেখে লজ্জা পেলেন তিনি। তার হাত থেকে খসে পড়ল চাবুকটা। নবি (সা) বললেন, আবূ মাসঊদ, জেনে রাখো এই গোলামের ওপর তোমার যে ক্ষমতা, তোমার ওপর আল্লাহ তাআলার ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। আবূ মাসঊদ বললেন, হে আল্লাহর রাসূল, আমি কখনো আর কোনো খাদেমকে মারব না। আর ওকে আল্লাহর সন্তুষ্টির জন্য মুক্ত করে দিলাম। নবি (সা) বললেন, তুমি যদি এটা না করতে, তাহলে তোমাকে আগুনে পুড়তে হতো! প্রিয় বন্ধুরা, নবিজি আমাদেরকে খাদেমদের প্রতি এভাবেই দয়া করতে শিখিয়েছেন। (গল্পটি সহীহ মুসলিম-এর ১৬৫৯ নং হাদীস অনুসারে সাজানো হয়েছে)