আস্সালামুআলাইকুম। প্রথম প্রশ্ন : আমাদের সমাজে কেউ মারা গেলে কবর দেয়া বা দাফন কাজ শেষে কবরের সামনে দাঁড়িয়ে দলীয় ভাবে যে মুনাজার ধরা হয়, মরহুমের জন্য- তা কি বৈধ? দ্বিতীয় প্রশ্ন : মৃত ব্যক্তির মৃত্যুর ৪ দিনে এবং ৪০ দিন এ যে হুজুর ডেকে মিলাদ আয়োজন করা হয় এবং খানার আয়োজন করা হয়, তা কি ইসলামে বৈধ?