আসসালামু আলাইকুৃম
আমার পিতা কিছু ধান বিক্রি করেছেন এই শর্তে যে, তিনি এখন দাম গ্রহণ করবেন না। যখন প্রয়োজন হবে তখন বাজারে ঐ ধানের যে দাম থাকবে সেই দামে মূল্য গ্রহণ করবেন। মূলতঃ বাড়িতে ধান রাখার জায়গা না থাকায় বাজারের মূল্য বৃদ্ধির সুযোগ গ্রহণ করার জন্য এভাবে বিক্রি করেছেন। এটি জায়েজ হবে কিনা?