আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5488

হালাল হারাম

প্রকাশকাল: 7 ফেব্রু. 2021

প্রশ্ন

কোন মুসলিম ব্যাক্তি যদি জেনে শুনে ইচ্ছা কৃতভাবে শূকরের বা যেকোন হারাম প্রাণীর দেহের রক্ত/ চর্বি/ মাংস/ হাড্ডি ইত্যাদি মিশ্রিত ও অ্যালকোহল (মদ) মিশ্রিত খাদ্য ও কোমল পানীয় আহার করে এরূপ ব্যাক্তির হাতে বায়াত হওয়া এবং এই ব্যাক্তির পেছনে নামাজ পড়া কতটুকু বৈধ? এরুপ ব্যাক্তি কি আল্লাহর ওলি হতে পারবেন?

উত্তর

প্রকাশ্যে বা অপ্রকাশ্যে এই ধরণের হারাম কাজে লিপ্ত কোন মানুষ আল্লাহর ওলী বা প্রিয় বান্দা হতে পারে না। কোন মসলিম তার কাছে বায়ত হতে পারে না, তার মত পাপাচারীরেই কেবল তার কাছে যাওয়া আসা করতে পারে। এই ধরণের ব্যক্তি সাধারণত এই সব হারামকে হালাল মনে করে হারামে জড়িত হয়, সুতরাং তারা মুসলিম থাকে না, তাই এদের পিছনে নামায পড়া যাবে না। পাপকে পাপ মনে করে যে সব পাপাচারী মুসলিম, ভালো ইমাম না থাকলে তাদের পিছনে নামায আদায় করা যাবে।