আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5486

ঈমান

প্রকাশকাল: 5 ফেব্রু. 2021

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন, যদি কেউ পীরের মুরিদ না হয় তাহলে সে জান্নাতে যাবে না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জান্নাতে যাওয়ার জন্য কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন জাপন করতে হবে। কোন পীরের মুরিদ হওয়ার দরকার নেই। যে পীর বা যে পীরের অনুসরারী বলে কেউ পীরের মুরিদ না হলে সে জান্নাতে যাবে না কিছুতেই সে পীরের কাছে যাওয়া যাবে না, সেই পীর মুসলিমদের জন্য বিপজ্জনক। কোন মানুষ যদি ইসলামের পথে চলার জন্য সহায়ক হিসেবে কোন সত্যপন্থি পীরের মতামত নিয়ে নিজের জীবকে পরিচালনা করে তাহলে সেটা সে করতে পারে, এটা অন্যায় নয়।