আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 548

হজ্জ

প্রকাশকাল: 31 জুলাই 2007

প্রশ্ন

আমি নতুন বিয়ে করেছি। আমার ইচ্ছে ছিলো ওয়াইফকে নিয়ে হজ্ব পালন করার, বর্তমানে আমার হজ্ব পালনের এবিলিটি নেই। কিন্তু আমার বাবার এবিলিটি আছে আমাদেরকে হজ্বে পাঠানোর, এখন আমি বাবার টাকায় হজ্ব না করে নিজে ওমরা পালন করতে চাচ্ছি।ওমরা করার সামর্থ্য এখন আমার আছে। হজ্ব পালন না করে ওমরা করলে কি কোন গুনাহ হবে কিনা?

উত্তর

না, এতে কোন সমস্যা নেই। তবে হজে যাওয়ার সামর্থ থাকলে আগে হজ করা উচিৎ।