আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5476

হালাল হারাম

প্রকাশকাল: 26 জানু. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার মামা একটি ওষধ কোম্পানিতে চাকুরি করেন, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন গিফ্ট পেয়ে থাকেন ডাক্তারদের দেয়ার জন্য, এরপরে তিনি সেই গিফ্ট কিছু ডাক্তারদের দেন এবং কিছু আমাদেরকে দেন। এ বিষয়ে আমি সন্দিহান। আমার প্রশ্ন হচ্ছেঃ এগুলো কি আমাদের পক্ষে নেয়া বৈধ.?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চিকিৎসকদের দেয়ার জন্য হলে অন্য কারো দেওয়া বৈধ হবে না। তবে যদি আপনার মামারও কিছু নেয়ার অনুমতি থাকে তাহলে সমস্যা নেই।