আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5474

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 জানু. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আশা করি ভাল আছেন। আমার প্রশ্ন টি হল টাকা ধার নেয়ার ব্যাপারে। আমাদের একটি বাড়ি নির্মাণ এর জন্য ৫ লক্ষ টাকা ধার নিতে চাচ্ছে আমার বাবা মা আমাদের আত্নীয় এর কাছ থেকে। সেই টাকা টা হয়ত ফেরত দিবে ২/৩ বছর পরে। লম্বা একটা সময় টাকা ফেরত যেহেতু দিবেনা তাই মাসে মাসে ৪ হাজার টাকা করে লাভ দিতে চাচ্ছে মুল টাকার বাইরে যতদিন পরিশোধ না করতে পারে। ব্যাপার টা কি সুদ হবে? লং টাইম এ কারো কাছ থেকে যদি টাকা ধার নেয়া হয় তাহলে তাকে কত ফেরত দিলে সুদ হবেনা? যেমন ৫ লক্ষ টাকা ৩ বছরের জন্য নিলে ফেরত দেয়ার সময় কতটুকু টাকা বেশি দিলে সুদ হিসেবে গন্য হবেনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাশ। ঋনের বাইরে অতিরিক্ত যে কোন পরিমাণ টাকা নেয়ার চুক্তি হলে অতিরিক্ত টাকা সুদ হিসেবে গণ্য হবে। সুতরাং কোন অতিরিক্ত টাকা আপনি নিতে পারবেন না।