আস-সালামু আলাইকুম, আমি আমার সাংসারিক জীবন নিয়ে খুব অসহায় অবস্থায় রয়েছি। আমার বিয়ের ১ বছর ২ মাস হয়েছে। প্রথম দিকে আমার স্বামী আমাকে প্রচন্ড রকমের ভালোবাসত। আমার শাশুড়ির সাথে আমার কিছু বিষয় নিয়ে মনোমালিন্য হয়। আমি একসময় আমার স্বামীকে বলেছি যে, আমার বান্ধবীর জামাইরা তাদেরকে কতো কি কিনে দেয়, তুমি কিনে দেওনা কেন। আমার আব্বু, আম্মুর সাথে আমার স্বামীর কিছু বিষয় নিয়ে ঝগড়া হয়। এরপর আমার স্বামী আমাকে বলেছে যে, তাকে আমি সন্মান করিনি, আমার আব্বু, আম্মু তাকে (আমার স্বামীকে) মর্যাদা দেয়নি। আমার ওপর অভিমান করে, আমার স্বামী ৫ মাস ধরে, আমার সাথে সহবাস করে না। আমার বাবার বাসায় যায় না। ২ মাস ধরে আমরা দুইজন দুইটা আলাদা রুমে থাকি। আমার স্বামী আমার সাথে কথাও বলতে চায় না। আমার প্রতিও কোন টান অনুভব করে না। আমাকে আমার স্বামী বলেছে যে, আমার আত্নসন্মান নাই, যার কারনে আমি তার বাসায় পড়ে আছি। আমি আমার স্বামীকে প্রচন্ড ভালোবাসি, এ অবস্থায় আমার কি করা উচিত। আমি অনেক কষ্ট পাচ্ছি। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমার ভুলগুলোর জন্য। আমার স্বামীর কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু সে আমাকে মাফ করতে পারেনি। আমি কিভাবে এসব সমস্যার সমাধান করব। আমার স্বামী আমাকে তার কোন কাজ ও করতে দেয় না। আমাকে জানাবেন দয়া করে।