আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5472

বিবাহ-তালাক

প্রকাশকাল: 22 জানু. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। এক মেয়ে আমাকে বিবাহের প্রস্তাব দেয়। আমি আমার মাকে সে বিষয়ে অবগত করি। তিনি গরিমশি করে সম্পর্কটা তে হালাল হতে দিতে চান না। মেয়ের পরিবার যদি রাজি থাকে তাহলে আমি কি তাকে বিবাহ করতে পারব আমার মায়ের অনুমতি ছাড়া? আমার পিতা মৃত। আমি সাবালক এবং উপার্জনক্ষম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি মেয়েকে বিবাহের প্রস্তাব দিবেন। মেয়ে আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, এটা তো ইসলামকি নিয়ম নয়। আপনি মায়ের অনুমতি ছাড়া বিবাহ করতে পারেন তবে এতে সংসারে অশান্তির সম্ভাবনা আছে, অভিভাবকদের বাদ দিয়ে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের শেষ ফলাফল ভালো হয় না। তাই যা কিছু করবেন ভেবে চিন্তে অভিভাবকদের সাথে পরামর্শ করেই করবেন।