আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5468

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 জানু. 2021

প্রশ্ন

আমার দাদার বয়স ৯৫ +। দাদা দীর্ঘ ১৫+ বছর আযান দিয়েছেন। এখনো নামাজ পড়ার চেস্টা করেন। দাদা বগলের চুল কাটতে ভয় পাচ্ছে। যদি কেটে যায় এই জন্য। যতদিন বেচে থাকবে ততদিন যদি না কাটে তাহলে কি তার নামাজ হবে, তাকে কি কাটতেই হবে?

উত্তর

বগলের চুল কাটা পরিচ্ছন্নতার জন্য আবশ্যক। না কাটলে নামায হয়ে যাবে। যদি প্রকৃতপক্ষেই কেটে যাওয়ার সম্ভবনা থাকে তাহলে যতটা সম্ভব কেঁচি দিয়ে ছোট করে কেটে রাখবে।