السلام علیکم ورحمة الله وبركاته. আমার কথা গুলোকে সম্পুর্ন পড়ার অনুরোধ। আল্লাহ আপনাকে সম্মানিত করুক। সায়েখ আমি নামাজে দাড়ালে রুকু সেজদার সময় মাঝে মাঝে মনে হয় সামনের দেয়াল বা লোকজন এর কাছে মাথা নত করে ফেলছি আবার রুকু থেকে উঠার সময় উপরে ফ্যন এর কাছে মাথা নত করে ফেলছি। হাটতে গেলে, ভাত খেতে গেলে,গোসল করতে গেলে,কারো সামনে মাথা নুয়িয়ে কোনো কাজ করতে গেলে মনে হয় গাছের পাতার কাছে পানির কাছে ওই লোকটার কাছে মাথা নত করে ফেলছি। আমার মনোযোগ টা ওদিকে চলে যাচ্ছে। কোনো কবর দেখলে সালাম দেয়ার সময়ও একি অবস্তা। আমার মনে হয় যে মাথা নত এই ভাবটা সেজদা দিয়ে দেয়ার পর্যায় এর দায়ে দায়ি হলাম কিনা। একবার মনে হয় ওয়াস ওয়াসা আবার মনে যে স্পষ্ট শিরক এ আকবার আমার সব শেষ হয়ে গেল। আমার আমল আখিরাত নষ্ট হয়ে গেল। আমি খুব পেরেশানিতে আছি। আমার করনিও কি?আমার ঈমান ও আমাল গুলো কি বাতিল হয়ে গেছে?