Assalamualaykum Shykh. আমি একটা ঈমানি বিষয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। উত্তর জানতে চাচ্ছি। রাসুল সা তওহিদ এর বাণী সবার কাছে পৌছিয়ে দিয়েছেন। কিন্তু আমাকে একজন প্রশ্ন করেছে তিনি নারীদের কিভাবে জাহেলি যুগে দাওয়াত দিয়েছেন? তখন কি পর্দা ব্যাবস্থা ছিল? তিনি কি পর্দার আড়ালে থেকে দাওয়াত দিতেন? আমরা জানি রাসুল সা হলেন নিস্পাপ। তাহলে এমন সন্দেহ কি ইমান ভঙ্গ করবে? আমাকে বুঝিয়ে বলবেন যাতে আমি এই সংশয় থেকে বের হতে পারি । ২। অনেক হাদিস এ দেখি যে রাসুল সাঃ এর সাহাবিরা তাকে বলেছেন আমার বাবা মা আপনার জন্য কুরবানির হোক।এর ব্যখ্যা কি?