আস সালামু আলাইকুম। আমার একটি ৫ বছর এর পুত্র সন্তান আছে আল্লাহ পাকের রহমতে। অনেকের কাছে শুনেছি জন্ম নেবার ৭ দিনের মধ্যে আকিকা করাতে হয়। আমার পুত্র জন্ম নেবার সময় আমার আর্থিক অবস্থা সচল ছিল না। তাই এই বিষয় চিন্তা করতে পারি নাই। আল্লাহ পাকের অশেষ রহমতে আজ আমার আর্থিক অবস্থা ক্ষানিকটা সচল। আরও শুনেছি যে পিতার নিজের যদি আকিকা না হয়ে থাকে তাহলে সে তার পুত্রের আকিকা করতে পারে না। আমার আকিকা হয়েছে কি না তা জানার চেষ্টা করেছি, আমার বাবা-মা দুজনই ইন্তেকাল করেছেন, তাই সঠিকভাবে জানতে পারছি না। আমার পুত্রের আকিকা কি আমি দিতে পারব উপরে দেওয়া বিষয় বিবেচনায় এনে?