আস-সালামু আলাইকুম। আমি একজন অনার্সে অধ্যানরত ছাত্র। বর্তমানে আমার এবং আমার পরিবারের আর্থিক অবস্থা দুর্বল। এই মুহুর্তে আমার অর্থ উপার্জন করা জরুরী। আমি বর্তমানে একটি কাজের অফার পাচ্ছি। একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে। এটা সব দিক থেকে ভাল। একমাত্র সমস্যা হল: কোম্পানিটি ছেলেদের এবং মেয়েদের জন্য পোশাক তৈরি করে। কিন্তু তারা মেয়েদের জন্য পোশাক তৈরি করে যেগুলি ইসলাম সমর্থন করে না বা ইসলামে হারাম। তাদের আয় কি এখন হালাল? আর আমি তাদের থেকে বেতন নিলে আমার আয় কি হালাল হবে?