অনেকে ছোট বাচ্চাদের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে তাবিজ পরান?এইটা কি কুরআন বা হাদিস কোথাও আছে? জানাবেন
উত্তর
সকাল-সন্ধ্যা দুআ পড়ে ঝাড়ফুঁক করবেন। তাবীজ নিয়ে বিতর্ক আছে। একজন সাহাবী তার শিশুপুত্রকে তাবীজ দিয়েছেন বলে পাওয়া যায়। এর বাইরে তাবীজ ব্যবহারের কোন হাদীস পাওয়া যায় না। বরং তাবীজকে শিরক হিসেবে বিভিন্ন হাদীসে উল্লেখ করা হয়েছে।