আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5456

ঈমান

প্রকাশকাল: 6 জানু. 2021

প্রশ্ন

Assalamualaykum Abdullah Jahangir sir er islami aqida boi er 450 page ki ektu vul ache? এখানে বলা হয়েছে যে ফিরিশতার কাছে অলৌকিক কিছু চাওয়া জায়েজ।কিন্তু আরবের মুশরিক রা তো এরকম আল্লাহর পরিবর্তে ফিরিশতা বা বুযুর্গ দের ডেকে ইবাদত এ শিরক করেছে। তাহলে তা শিরক না হয়ে যায়েজ কিভাবে হয়? কেউ বুঝিয়ে দিলে উপক্রিত হতাম

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি বইটি ভালো করে যদি পড়তেন তাহলে এই প্রশ্ন আপনার থাকতো না। সাহায্য বা ডাকা দুই প্রকার। একটি অলৌকিক আরেকিট লৌকিক। অলৌকিক সাহায্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া জায়েজ নেই। লৌকিক সাহায্যের বাখ্যা করতে গিয়ে স্যার রাহি.বলেছেন, এটা মানুষের কাছে চাওয়া জায়েজ। যেমন, গরু ছুটি বা ছেড়ে গেলে গরু ধরে দেয়ার জন্য উপস্থিত কোন লোকের সাহায্য চাওয়া। আর যদি উপস্থিত কোন লোক না থাকে তাহলে কোন ফেরেশতা বা জ্বীন উপস্থিত আছে এই ভেবে তাদের কাছে লৌকিক সাহায্য চাওয়া জায়েজ বলে একটি দূর্বল হাদীসে উল্লেখ আছে। উদাহরণসহ বিস্তারিত জানতে বইটির এই অধ্যায় ভালো করে পড়ুন। ইনশআল্লাহ আপনার সবকিছু বুঝে আসবে। প্রয়োজনে 01762629405