আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার ১ লাখ টাকা ইসলামী ব্যাংকে রাখা আছে মুদারাবা হিসেবে ৩ বছরের জন্যে। এই টাকার ১ বছর পূর্ণ হবে রমজানের পর। আমার কাছে ক্যাশ তেমন টাকা থাকে না যে আমি আমার এই ১ লক্ষ টাকা + আমার স্ত্রী এর গহনা এর টাকার যাকাত দিবো। তাই আমি চাচ্ছি যে যখন আমার যাকাত এর সময় আসবে তখন ওই ১ লাখ টাকা তুলে যে লভ্যাংশ পাওয়া যাবে তার সাথে আরো পরিমাণ মতো টাকা দিয়ে যাকাত দিতে। এখন এই ক্ষেত্রে লভ্যাংশ এর টাকাটা কি আমি যাকাত হিসেবে দিতে পারবো! যেহেতু ইসলামী ব্যাংক এর লভ্যাংশ এর টাকা খাওয়ার বৈধতা নিয়ে নানান মতামত আছে। আশা করছি আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন এবং উত্তর এর অপেক্ষায় আছি। জাযাকাল্লাহ খাইরান। উল্লেখ্য এই যে আমার স্ত্রী এর কাছে ১ ভরি স্বর্ণ আছে।