আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5447

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 ডিসে. 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, ১/ হুজুর আমার অনেক টাকা ঋণ আছে আমি চেষ্টা করছি এইগুলি পরিশোধ করার জন্য, কিন্তু এখন আমার ছোট ভাইটা কারো কথা শুনে না, বাজে ছেলেদের সাথে মিশে তাই তাকে বিদেশ পাঠানোর চেষ্টা করছি,যেহেতু আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই আবার অনেকের থেকে আগেই ঋণ নিয়ে রেখেছি, তাই এখন প্রবাশ কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে চাচ্ছি, এতো কি আমার কোনো গুনাহ হবে? ২/ আমি জানি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা ফরজ, কিন্তু যদি কোনো আত্মীয় অনেকটা জোরকরে কিছু চাপিয়ে দেয় যেমন খাবারে কি কি রাখতে হবে আবার কি কি উপহার দিতে হবে যেট মাঝে মাঝে সাধ্যের বাইরে হয়ে যায়, যে কারণে মনে কষ্ট লাগে, মাঝে মাঝে খুব রাগও হয়। এতে কি আমার গুনাহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুদভিত্তিক কোন ঋন নেওয়া জায়েজ হবে না। হারাম হবে, বড় ধরণের গুনাহ হবে। বিনা সুদে যদি ঋন দেয় তাহলে নিতে পারেন। ২। রাগ হলে গুনাহ হবে না। আত্মীয়দের এমন আচরণ নিন্দনীয়। আপনি কৌশলে তাদেরকে এই আচরণ ত্যাগ করার জন্য বলবেন।