আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5445

হালাল হারাম

প্রকাশকাল: 26 ডিসে. 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি গ্রামে বিভিন্ন অনলাইনের কাজ করে থাকি। তার ভিতর একটি কাজ হচ্ছে হারানো Nid কার্ড বের করা এবং তার জন্য কিছু টাকা নেওয়া। আর এটি উপজেলা নির্বাচন কমিশন অফিস কর্মকর্তার সাথে আমার চুক্তি ভিত্তিক কাজ। আর এটি অফিস ছাড়া সরাসরি অনলাইন থেকে পেতে হলে দীর্ঘ সময় এবং অফিশিয়াল কিছু সিস্টেম মানতে হয়। যেমনঃ GD + application এগুলি করতে হয়। কিন্তু এখন আমার এগুলা করতে হচ্ছে না আমি কর্মকর্তার মাধ্যমে খুব অল্প সময়ে পেয়ে যাচ্ছি এবং GD+application ও করা লাগছে না আর কিছু কম দামে ও পাচ্ছি। প্রশ্নঃ এখন এই প্রসেস এর ইনকামে কোন হারামের সংশয় আছে কি? আল্লাহর ওয়াস্তে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই কাজে যদি সরকারের কোন টাকা পয়সা লস না হয় এবং নির্বাচন অফিসের কারো সাথে কোন ঘুষ বিনিময় করতে না হয় তাহলে এটা জায়েজ, এই কাজের মাধ্যমে উপর্জিত অর্থ হালাল। আর যদি সরকারের কোন আর্থিক ক্ষতি হয় বা কাউকে ঘুষ দিতে হয় তাহলে জায়েজ হবে না।