আস-সালামু আলাইকুম। জনাব আমি বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী সম্পর্কে জানতে চাই। কোন বই অনুসরণ করতে পারি লেখকের/ প্রকাশনীর নাম সহ জানাবেন প্লিজ।
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5441
সিরাত সামায়েল
প্রকাশকাল: 22 ডিসে. 2020
আস-সালামু আলাইকুম। জনাব আমি বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী সম্পর্কে জানতে চাই। কোন বই অনুসরণ করতে পারি লেখকের/ প্রকাশনীর নাম সহ জানাবেন প্লিজ।
ওয়া আলাইকুমুস সালাম। সিরাতের উপর নির্ভরযোগ্য একটি বই হলো আর-রাহীকুল মাখতুম। শায়খ সফিউর রহমান মুবারকপুরী রহি. লিখিত আরবী ভাষার এই বইয়ের বাংলা অনুবাদ করেছেন অনেকেই । আপনি যে কোন একটি সংগ্রহ করে পড়বেন।