আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5439

ঈদ কুরবানী

প্রকাশকাল: 20 ডিসে. 2020

প্রশ্ন

আস সালামু আলাইকুম ১। হুজুর কোনো ব্যক্তি কুরবানী দেওয়ার পর ১ ভাগ লিল্লায় হিসাবে মসজিদে দিয়েছে। বাকি ২ ভাগ নিয়ে আত্মীয় স্বজন কে দিয়েছে এবং নিজের পরিবার খেয়েছে। এখন প্রশ্ন হলো ওই কুরবানী দাতা ব্যাক্তি নিজের জন্য কি মসজিদে লিল্লার গোস্ত নিতে পারবে কি? ২। যদি নেয় তাহলে কি গোনাহ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। কুরবানীর গোশত এভাবে দান করার পর কিছু ফিরিয়ে নেওয়া অনুচিত কাজ। তবে গুনাহ হবে না।