আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5430

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 ডিসে. 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শায়েখ আমার একটি প্রশ্ন ছিলো। আমি কিছু পরিচিত লোকজন থেকে কিছু পরিমানে ঋন দেওয়া টাকা পাই কিন্তু ওরা ওই টাকা গুলো দিতে নারাজ বা দিতে চাচ্ছে না এবং এর মুহুর্তে তাদের সাথে কোনো যোগাযোগ নাই আর করা সম্ভব না। এখন আমি ওই টাকা আর ও-ই লোক গুলোর ব্যাপারে কিরকম ধারণা রাখব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা বান্দার হক। বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। সেই লোক বড় ধরণের অপরাধী। যদি আপনি তাকে মাফ না করেন সে কিয়ামতের দিন মাফ পাবে না।