আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5425

যাকাত

প্রকাশকাল: 6 ডিসে. 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি আমার এক আত্মীয়র সাথে অংশীদারিত্বের ভিত্তিতে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি। আমি ব্যবসায়ী পণ্যের যাকাত দিতে চাইলেও আমার ঐ আত্নীয় যদি ব্যবসায়ী পণ্যের যাকাত না দেয় তবে আমি কি শুধু আমার অংশের পণ্যের দাম নির্ধারন করে সেই অনুসারে যাকাত দিতে পারবো? এক্ষেত্রে ঐ লোকের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করা আমার জন্য হালাল হবে কি? মেহেরবানি করে উত্তর দিলে উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, ঐ লোক যাকাত না দিলেও আপনি আপনার অংশের যাকাত দিবেন এবং তার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করা আপনার জন্য বৈধ। তবে তাকে যাকাত ফরজ হওয়ার বিষয়টি বুঝিয়ে বলবেন, যেহেতু আপনি তার ব্যবসায়িক অংশিদার সে হিসেবে আপনার কথা মানতে পারে।