আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5421

যিকির দুআ আমল

প্রকাশকাল: 2 ডিসে. 2020

প্রশ্ন

আসসালামু আলাইকুম। সালাত শেষে আমাদের এখানের মসজিদগুলোতে সম্মিলিত মুনাজাত করা হয়। কয়েক সেকেন্ডেই তা শেষ হয়। আবার কখনো একটু লম্বা করে বিশেষ করে ফজরে। এখন মসজিদে বসে আমি যদি সুন্নতি যিকিরগুলো করি তবে কি সমস্যা হবে?নাকি আমি চলে যাব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার যদি যিকির করতে সমস্যা না হয় তাহলে মসজিদে বসে জিকির করতে সমস্যা নেই। আপনার সমস্যা হলে চলে যাবেন।