আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5418

হালাল হারাম

প্রকাশকাল: 29 নভে. 2020

প্রশ্ন

আমি সাদমান আর হাসান। আমি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি একটি টিউশনি করাতাম গত এক মাস ধরে। কিন্তু মে মহিলার ছেলেকে পড়াতাম সেই মহিলা সুদের কারবার করে। আমি এটা জানার পর টিউশনি টি ছেড়ে দিয়েছি। এখন আমাকে মে মাসের বেতন দিয়েছে সেটা কি হালাল হবে। দয়া করে জানাবেন।

উত্তর

আপনার কাজ যেহেতু হালাল তাই আপনার বেতন নেওয়াও হালাল হবে। তবে ছেড়ে দিয়ে আপনি ভালো করেছেন। পুরোপুরি স্বচ্ছ কোন কাজ করুন। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনাকে পর্যাপ্ত সম্মানজনক হালাল রুজির ব্যবস্থা করে দিন।