আসসালামু আলাইকুম হুজুর আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র। আমার পাচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি,কিন্তু নামাজে নানা ধরনের কুমন্ত্রণা,বাজে ধারণা আসে। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় জানালে উপকৃত হবো।
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5413
ঈমান
প্রকাশকাল: 24 নভে. 2020
আসসালামু আলাইকুম হুজুর আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র। আমার পাচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি,কিন্তু নামাজে নানা ধরনের কুমন্ত্রণা,বাজে ধারণা আসে। এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় জানালে উপকৃত হবো।
ওয়া আলাইকুমুস সালাম। নীচের হাদীসটি লক্ষ করুন। الَ عُثْمَانَ بْنَ أَبِي الْعَاصِ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الشَّيْطَانَ قَدْ حَالَ بَيْنِي وَبَيْنَ صَلَاتِي وَقِرَاءَتِي يَلْبِسُهَا عَلَيَّ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ذَاكَ شَيْطَانٌ يُقَالُ لَهُ خَنْزَبٌ ، فَإِذَا أَحْسَسْتَهُ فَتَعَوَّذْ بِاللَّهِ مِنْهُ ، وَاتْفِلْ عَلَى يَسَارِكَ ثَلَاثًا، قَالَ : فَفَعَلْتُ ذَلِكَ فَأَذْهَبَهُ اللَّهُ عَنِّي উছমান বিন আবুল আছ (রাযিয়াল্লাহু আনহু) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বললেনঃ হে আল্লাহর রাসূল! শয়তান আমার মধ্যে এবং আমার ছালাত ও কিরাআতের মধ্যে অন্তরায় হয়ে আমার কিরাআতে জটিলতা সৃষ্টি করে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ এ হচ্ছে শয়তান, যাকে খিনযাব বলা হয়। তুমি তার আগমন অনুভব করলে, আল্লাহর নিকট তিনবার আশ্রয় কামনা করবে এবং বাম দিকে তিনবার থুতুফেলবে। তিনি (উছমান) বলেনঃ এর পর থেকে আমি এমনটি করি ফলে আল্লাহ তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেন। সহীহ মুসলিম, হাদীস নং ২২০৩ সুতরাং নামাযের মধ্যে সমস্যা হলে আউযুবিল্লাহ বলবেন তিনবার এবং বাম দিকে তিনবার থুতু ফেলবেন ।তবে থুতু বলতে হালকা থুতুর মত করে ফেললেই হবে, মেঝেতে ফেলবেন না । মসজিদ নোংরা করা যাব না। ঘাড়ের উপর থুতু নিক্ষেপের মত করবেন।