আসসালামু আলাইকুম। আমি ৩০০ রাকাত নফল নামাজ একদিনে লাগাতার পরার মানত করেছিলাম যা আমি ১০০ রাকাত করে ৩ দিন পরে আদায় করেছি। একদিনে লাগাতার আদায় করাটা প্রায় অসম্ভব। আমার মানত কি আদায় হয়েছে নাকি একদিনে লাগাতার পরতে হবে।
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5409
মানত
প্রকাশকাল: 20 নভে. 2020
আসসালামু আলাইকুম। আমি ৩০০ রাকাত নফল নামাজ একদিনে লাগাতার পরার মানত করেছিলাম যা আমি ১০০ রাকাত করে ৩ দিন পরে আদায় করেছি। একদিনে লাগাতার আদায় করাটা প্রায় অসম্ভব। আমার মানত কি আদায় হয়েছে নাকি একদিনে লাগাতার পরতে হবে।
আপনি কসমের কাফফারা দিবেন। ১০ মিসকিনকে দুই বেলা খাবার দিবেন। যদি না পারেন তাহলে পরপর তিনদিন রোজা রাখবেন।